• Hey, I am Zubair Rahman Chowdhury
    Special Correspondent

Tagline
To succeed as a journalist on a local or national newspaper you’ll need determination and the ability to research and write accurate stories to tight deadlines.

জুবায়ের রহমান চৌধুরী
(জন্ম : ০২ অক্টোবর ১৯৮২ খ্রিস্টাব্দ)

  • সাংবাদিকতা জগতে তিনি জুবায়ের চৌধুরী নামে বেশি পরিচিত। তিনি একজন বাংলাদেশি সাংবাদিক নেতা। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বর্তমান কল্যাণ সম্পাদক (২০২২-২৪)। এর আগে ২০২০-২২ কমিটির নির্বাহী পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
  • প্রারম্ভিক জীবন
    ১৯৮২ সালের ০২ অক্টোবর বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত ব্রাহ্মণবাড়িয়া সদরে মুন্সেফপাড়া বাগানবাড়ির চৌধুরী হাউজে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আবদুর রহমান চৌধুরী (১৯৮৩)। যিনি নান্নু চৌধুরী নামেই অধিক পরিচিত ছিলেন। মাতা বেগম আম্বিয়া চৌধুরী।
 
  • কর্মজীবন
    জুবায়ের চৌধুরী বর্তমানে ‘দৈনিক দেশকাল’ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি প্রতিদিনের সংবাদ ও দৈনিক আজাদীতে সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও কর্মজীবনে জুবায়ের দৈনিক আলোকিত বাংলাদেশ, দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক সমকালসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে সাংবাদিকতা করেছেন।

২০০৩ সালে মাসিক চলমান শিক্ষা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করেন। এরপর ২০০৬ সালে দিনের শেষে পত্রিকার মাধ্যমে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছেন নেন। ২০০৭ থেকে ২০০৮ সালে সাপ্তাহিক শিক্ষাবিচিত্রায় কাজ করেন। ২০০৯ ভারতের তারা টিভিতে বাংলাদেশ টিমে কিছুদিন কাজ করেন। ২০১০ সালে নতুন গন্তব্য এবং ২০১১ সালে ঢাকানিউজ২৪ ডটকমে কাজ করেন।

২০১২ সালে নতুন পত্রিকা দৈনিক মানবকণ্ঠ এবং ২০১৩ সালে আরেকটি নতুন দৈনিক আলোকিত বাংলাদেশে যুক্ত হন তিনি। ২০১৫ থেকে ২০১৭ সালে দৈনিক আজাদীর ঢাকা অফিসে কাজ করেন। এর মধ্যে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রতিদিনের সংবাদে কাজ করেন। বর্তমানে তিনি দৈনিক দেশকালে বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • সাংগঠনিক দক্ষতা
    সাংবাদিকদের রুটি-রুজি ও মর্যাদা রক্ষায় দেশের সবচেয়ে বড় সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বর্তমান কমিটিতে (২০২২-২৪) তিনি কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২০-২২ কমিটির নির্বাহী পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি আঞ্চলিক ও কয়েকটি বিটভিত্তিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। এর মধ্যে জার্নালিস্ট ইউনিটি অব বাংলাদেশের (জেইউবি) যুগ্ম সম্পাদক তিনি। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম, ঢাকার প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পর্যটন বিষয়ক সাংবাদিকদের সংগঠন গাঙচিল সাংবাদিক ফোরামের দফতর সম্পাদক তিনি। এছাড়াও সংস্কৃতি ও বিনোদন সাংবাদিকদের রেজিস্টার্ড সংগঠন ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

  • সক্রিয় সদস্য
    জুবায়ের রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) একজন স্থায়ী সদস্য। এছাড়া বিএফইউজে-বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সক্রিয় সদস্য।

Proud Member of...